শাহরিয়ার কবির ব্যুরো চিফ খুলনাঃ-খুলনা টিভি রিপোর্টাস এ্যাসোসিয়েশনের সদস্য ও মাই টিভি’র সাবেক খুলনা প্রতিনিধি মো. রফিকুল ইসলামের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে এলাকার মাদক ব্যবসায়ী ও চিহিৃত সন্ত্রাসীরা। এসময় রফিকের ছেলে-মেয়েকেও মারধোর করা হয়। রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর ১১/৩ মুসলমান পাড়া রোডের নিজ বাড়িতে এঘটনা ঘটে। এঘটনায় তিনি পরিবারের নিরাপত্তা ও সন্ত্রাসী হামলার তদন্ত চেয়ে খুলনা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন নগরীর ১১/৩ মুসলমান পাড়া রোডস্থ আকরাম ফকির লেনের আব্দুল লতিফ হাওলাদারের দু’ছেলে মেহেদী হাসান রানা ওরফে বোমারু রানা (৩৫) ও মেহেদী হোসেন রলি (৩২) এবং মৃত. মকবুল হোসেন বকু মোল্যার ছেলে রিয়াজুল ইসলাম বাবু (৩৭)।