মোঃমোকছেদুল ইসলাম পাটগ্ৰাম লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার। ২ নং পাটগ্রাম ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেছিরপাড় এলাকার বাসিন্দা ৩৮ বছর বয়সী শাহিন নামের এক ব্যক্তি করোনায় রোগে শনাক্ত হয়েছে। পেশায় সে ঢাকার নারায়ণগঞ্জে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতো। সোমবার (৪ মে ) বিকেলে রংপুর মেডিকেল কলেজ সূত্রের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন পাটগ্রাম উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কালী প্রসাদ সরকার। ডাঃ কালী প্রসাদ জানান, গত শনিবার (২মে ) পাটগ্রাম উপজেলা থেকে করোনা সন্দেহে ৬ জন রোগীর নমুুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর হাসপাতালে পাঠানো হয়। আজ রিপোর্টে ৬ জনের মধ্যে নারাায়ণগঞ্জ ফেরত শাহীন নামের রোগীর রিপোর্টে করোনা পজিটিভ ধরা পরে। পাটগ্রাম উপজেলা আবাসিক মেডিকেল অফিসার কালী প্রসাদ জানান, এই প্রথম পাটগ্রাম উপজেলায় করোনা আক্রান্ত রোগী সনাক্ত হলো । রোগী নিজ বাড়িতে আছেন। এখন উর্ধ্বতন কতৃপক্ষের পরামর্শে প্রয়োজন অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো জানান, সারা দেশে যেভাবে করোনা রোগী সনাক্ত হচ্ছে তাতে সামাজিক দুরুত্ব বজায় না রাখলে পরিস্থিতি আরো নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তাই সকলের উচিত স্বাস্থ্য বিধি মেনে চলা। এবং যথাসম্ভব ঘরে থাকা। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান জানান, উপজেলার পাটগ্রাম ইউনিয়নের মেছিরপাড়ের গ্রামের ওই যুবক সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ঢাকার নারায়ণগঞ্জ থেকে তার নিজ বাড়ি পাটগ্রামে আসেন। যুবকের করোনার উপসর্গ থাকায় এলাকাবাসী বিষয়টি প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে অবহিত করেন। পরদিন আমি নিজেও সরেজমিনে ঐ বাড়ি পরিদর্শন করি। স্বাস্থ্যকর্মীরা এসে তাঁর নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য প্রেরণ করেন। আজ সোমবার (৪ মে) ওই যুবকের শরীরে করোনা পজেটিভ রিপোর্ট আসে। আজ রাতেই অবস্থা দেখে ঐ বাড়িসহ প্রয়োজানুসারে লকডাউন করা হবে। পাটগ্রাম উপজেলাকে করোনামুুুুক্ত রাখতে আমরা দিনরাত কাজ করে আসছি। কিন্তু সকলের সচেতনতা – সহযোগিতা ছাড়া এ রোগ কোনভাবেই মোকাবেলা করা সম্ভব নয়। আসুন আমরা সকলে সচেতন হই এবং পাটগ্রাম উপজেলাকে করোনা ভাইরাস সংক্রমণ রুখতে সহযোগিতা করি। এলাকাবাসী সূত্রে জানা যায়, সম্প্রতি নারায়ণগঞ্জে একটি কোম্পানির কাজ করা কালীন সময়ে সে অসুস্থ্যবোধ করলে তার সর্দি কাশি জ্বর ও শ্বাসকষ্ট আরো বেড়ে গেলে সে পাটগ্রামের মেছিরপাড় গ্রামে নিজ বাড়ীতে চলে আসেন। এদিকে পাটগ্রামে প্রথম করোনা সনাক্ত হওয়ায় এলাকার জনমনে আতঙ্ক বিরাজ করছে। অন্যদিকে হাট-বাজারে থেমে নেই লোক সমাগম। অসচেতন অবস্থায় মানুষ চলা-ফেরা ও নিত্যপ্রযোজনীয় জিনিস ক্রয়-বিক্রয় করছে। এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যৎ কি হবে সেটা কল্পনাতীত।