চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়ায় চাঞ্চল্যকর পান দোকানি আবদুল কাদের হত্যার মূল হোতা মোহাম্মদ শাওন প্রকাশ সাগরকে গ্রেফতার করেছে র্যাব-৭। গ্রেফতার সাগর লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার দত্তপাড়ার আবদুল মালেক স্বপনের ছেলে। সোমবার ভোরে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাহামুদুল হাসান মামুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন মোহাম্মদ শাওন প্রকাশ সাগর। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।