নিজস্ব প্রতিবেদকঃ মেহেরপুর মুজিবনগর উপজেলার তারানগর এলাকা থেকে ৪৮ বোতল ফেনসিডিলসহ রমজান আলী ওরফে উজানী নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে তাকে তারানগর মাদারতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রমজান আলী চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হুদাপাড়ার দয়াল আলীর ছেলে। মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম জানান, রতনপুর ক্যাম্পের এসআই সাইদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার তারানগর মাদারতলা এলাকা থেকে রমজান আলীকে
আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলাসহ আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।