ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে পুলিশের উদ্যোগে প্রতিবন্ধী, বিধবা, স্বামী
পরিত্যক্তা ও অসহায় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে আলহেরা একাডেমী মাঠে শহরের বিভিন্ন এলাকার থেকে উপস্থিত শতাধিক অসহায় মানুষের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা পুলিশ। এসময় অসহায় দুস্থদের মাঝে চাল, ডাল, আলু, তেল, লবন ও বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করাসহ তাদেরকে করোনাভাইরাস সম্পর্কে সচেতনা মুলক পরামর্শ দেন পুলিশ সুপার হাসানুজ্জামান। অব্যাহত ত্রাণ সামগ্রী
বিতরণের পাশাপাশি ঝিনাইদহ জেলায় যারা একেবারেই ত্রাণ সামগ্রী পাচ্ছে না।
খোঁজ করে তাদের তালিকা প্রস্তুত করছেন জেলা গোয়েন্দা পুলিশ। এরপর নির্দিষ্ট স্থানে সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হচ্ছে।