শাহরিয়ার কবির ব্যুরো চিফ খুলনাঃ-সাতক্ষীরার তালা উপজেলার ১০ নং খেশরা ইউনিয়ানে স্বেচ্ছাসেবী সংগঠন “আলোকিত শাহপুর ক্লাব” অবরুদ্ধ করছেন প্রভাবশালী ও ক্ষমতাসীন ০৩ নং ওয়ার্ড সদস্য আলহাজ্ব মোঃ আলাউদ্দীন গাজী
রবিবার (০৩ মে) সকালে মেম্বার আলাউদ্দীন গাজীর নেতৃত্বে শাহপুর নিরিবিলি বাজারে “আলোকিত শাহপুর”স্বেচ্ছাসেবী সংগঠন এর সামনে ঘর তুলে অবরুদ্ধ করছেন।ক্ষমতার জোরে একটা প্রতিষ্ঠানের সামনে আর একটি প্রতিষ্টান তৈরী করছেন। স্থানীয়দের কাছ থেকে জানা যাই শাহপুর নিরিবিলি বাজারে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত শাহপুর’হওয়াতে এলাকাই একটি সুনাম ছড়িয়ে পড়েছে।এই সংগঠন গরীব অসহায়, মেধাবী,মানুষের সাহায্য সহযোগীতা করেন।সমাজে বাল্য বিবাহ,মাদক,জঙ্গি,সন্ত্রাস না হয় তার জন্য নিরালশ ভাবে কাজ করছে সংগঠনের কর্মীরা।সেটা কে অবরুদ্ধ করা ঠিক হচ্ছেনা বলে জানান এলাকাবাসী।
এ ব্যাপারে ‘আলোকিত শাহপুর’ এর সভাপতি ও সাধারণ সম্পাদক এ প্রতিবেদককে বলেন, আমরা বিগত ৫ বছর যাবৎ এলাকার মানুষকে স্বাস্থ্য, শিক্ষা ও দুস্থ্যদের বিভিন্ন রকমের সেবা দিয়ে আসছি। আমরা গন-মানুষের ভালোবাসা অর্জন করেছি। হটাৎ আমাদের কার্যালয়ের সামনে আরেকটি সংগঠন স্থাপন প্রতিহিংসার বর্হিপ্রকাশ ছাড়া আর কিছু নয়।এর মাধ্যমে আমাদের ক্লাবের ৩ শতাধিক সদস্য ও এলাকার শান্তি প্রিয় সাধারণ মানুষের অনুভূতিতে আঘাত করা হচ্ছে।এ ব্যাপারে স্থানীয় লোকজন প্রশাসের হস্তক্ষেপ কামনা করছে।