আশানুর রহমান,গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়ায় ড্রাম ট্রাকের
ধাক্কায় রিকশারোহী এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (৩ মে) সকালে
কাপাসিয়া-গোসিংগা সড়কের দস্যুনারায়ণপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আছিয়া খাতুন (৫৫) কাপাসিয়া উপজেলার দস্যুনারায়ণপুর গ্রামের সোলায়মান হোসেনের স্ত্রী। ওসি রফিকুল ইসলাম জানান, ওই নারী সকাল
সাড়ে ৭টার দিকে মেয়ে ও নাতনিকে নিয়ে রিকশায় করে কাপাসিয়া থেকে দস্যুনারায়ণপুর এলাকার বাড়িতে ফিরছিলেন। এই সময় পেছন থেকে আসা
গোসিঙ্গাগামী একটি ড্রাম ট্রাকের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে আছিয়া খাতুন
ঘটনাস্থলেই নিহত হন। তবে তাকে বহনকারী রিকশার চালকসহ অপর যাত্রীরা অক্ষত রয়েছেন। পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। কোনও অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।