রংপুর প্রতিনিধিঃ রংপুরে ঠিকাদার এনতাজ মিয়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শনিবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক
নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে সাংবাদিকদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। এ সময় নিহতের
মোবাইল ও হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলেন, রংপুর নগরীর রবাটসনগঞ্জ মণ্ডলপাড়ার রাজমিস্ত্রী আবুল হোসেন, সাতমাথা রেলগেট এলাকার নির্মাণ শ্রমিক মর্জিনা বেগম ও দক্ষিণ শেখপাড়া এলাকার শাহ জামাল। রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (অপরাধ) শহিদুল্লা কাওসার জানান, গতকাল শনিবার রাতে নগরীর ধর্মদাস
থেকে শেখপাড়া থেকে শাহ জামালকে গ্রেফতার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আবুল হোসেন ও মর্জিনা বেগমকে গ্রেফতার করা হয়। এ সময় শাহ জামালের বাড়ি থেকে এনতাজের ব্যবহৃত মোবাইল ও
হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও তাজহাট থানার এসআই মামুনুর রশিদ মামুন জানান, শুক্রবার সকালে নগরীর মধ্য শেখপাড়া এলাকার ভুট্টা খেত থেকে এনতাজের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে ইমরান হোসেন বাবু বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। নারীঘটিত কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানান তিনি।