গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান- ভ্যান চালক দাউদ হোসেন ও তার স্ত্রী সাহিদা খাতুনের মধ্যে পারিবারিক কোলহ চলে আসছিল। কোলহের জেরে স্বামী দাউদ হোসেন নিজ ঘরের মধ্যে তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর সে নিজে বাড়ির পাশে একটি আম গাছে ডালের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে পরিকল্পিতভাবে কে বা কাহারা হত্যা করেছে না-কি তা খতিয়ে দেখা হচ্ছে। ভ্যান চালক দাউদ হোসেনের ছেলে বাদশা হোসেন জানান, বাড়িতে মা-বাবা আলাদাভাবে দু’জন বসবাস করে। কি কারণে তাদের মৃত্যু হয়েছে বোঝা যাচ্ছে না। এদিকে প্রতিবেশীরা জানান, বিকেলে গুড়িগুড়ি বৃষ্টি পড়ছিল। এসময় ভ্যান চালক দাউদ হোসেন বাজার থেকে বাড়ি আসে। এরপর কি ঘটনা ঘটেছে জানা যায়নি।