আশানুর রহমান গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের ন্যাশনাল পার্ক এলাকা হতে শীর্ষ ডাকাত চক্রের সক্রিয় ০১এক জন সদস্যকে ট্রাক ডাকাতি কালে হাতে নাতে গ্রেফতার এবং ট্রাক উদ্ধার করেছে র্যাব-১, গাজীপুর ক্যাম্প। আজ ১ মে রাতে র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর এর নিয়মিত টহল দল জিএমপি, গাজীপুর সদর থানাধীন মাস্টারবাড়ী বাজার এলাকায় টহল ডিউটি করাকালীন সময় হঠাৎ গাজীপুর চান্দনা চৌরাস্তা দিক থেকে আসা একটি ট্রাক যার রেজিঃ নম্বর (ঢাকা মেট্টো-ন-১৮-৬৫৪৩) এর কয়েকজন ব্যক্তির ডাকাত ডাকাত করে চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে টহল দল তাদের পিছনে ধাওয়া করে জিএমপি, গাজীপুর সদর থানাধীন ন্যাশনাল পার্ক এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে, এসময় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের সর্দার মোঃ মিন্টু মিয়া (৩০), পিতা-মোঃ আব্দুল মান্নান, মাতা-মোসাঃ পিয়ারা বেগম, সাং-ছোট দেওড়া, থানা-সদর, জিএমপি, গাজীপুর‘কে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে ফোর্সের সহায়তায় আসামীর দখল হইতে ০১(এক) টি ষ্টীলের চাপাতি, ০১(এক) টি ট্রাক, ০১(এক) টি মোবাইল এবং নগদ ১৩০/- টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্রাকের ড্রাইভার এবং হেলপারদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আজ ১ মে রাতে উক্ত ট্রাকটিতে করে একটি বাসার মালামাল নিয়ে ট্রাকের ড্রাইভার এবং হেলপার ঢাকা থেকে গাজীপুর চান্দনা চৌরাস্তা হয়ে ময়মনসিংহের উদ্দেশ্যে যাওয়ার সময় গাজীপুর সালনা বাজার এলাকা হতে ০৫ জন ব্যক্তি মিলে জোরপূর্বক যাত্রী সেজে উক্ত ট্রাকে উঠে। উক্ত মালবাহী ট্রাকটি গাজীপুরের মাস্টারবাড়ী এলাকায় পৌছানো মাত্র ডাকাত সদস্যরা তাদের সাথে থাকে ধাড়ালো অস্ত্র দিয়ে ট্রাকের ড্রাইভার এবং হেলপার এর গলায় ধরে মেরে ফেলার হুমকি দেয় এবং সব কিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে ট্রাকের ড্রাইভার এবং হেলপার এর চিৎকার-চেঁচামেচিতে র্যাবের টহল ডিউটিতে কর্মরত সদস্যরা তাদের পিছনে ধাওয়া করে উক্ত ডাকাত দলের সর্দার মোঃ মিন্টু মিয়া (৩০) কে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে এবং কয়েকজন ডাকাত পালিয়ে যায়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা একটি সংঘবদ্ধ ডাকাতি দলের সক্রিয় সদস্য। তারা অপরাপর সহযোগীদের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ গাজীপুরসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মটর সাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই করে আসছে। এছাড়াও সে জানায়, তাদের ডাকাতি কাজে বাধা দিলে সাধারণ পথচারীদেরকে উক্ত অস্ত্র দ্বারা আঘাত করে মালামাল লুট করে আসছে।