আশানুর রহমান, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে একটি টেক্সটাইল মিলে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। শুক্রবার (১ মে) আনুমানিক সাড়ে তিনটার দিকে আগুনের সূত্রপাত হয়। এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। গাজীপুর ফায়ার সার্ভিস উপ-সহকারী পরিচালক মো. মামুনুর রশীদ ও শ্রীপুর ফায়ার স্টেশন সূত্রে জানা গেছে, দুপুর পৌনে ২টার দিকে শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি
এলাকায় ভিয়েলা টেক্সটাইল কারখানার টিনশেড তুলার গুদামে আগুন লাগে। গাজীপুরের শ্রীপুর, জয়দেবপুর ও ময়মনসিংহের ভালুকা ফায়ার স্টেশনের সাতটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।