মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর সিভিল সার্জনের কার্যালয় মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সহকারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর সিভিল সার্জন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন, আর মৃতের সংখ্যা এক। সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন জানান, ২৮ এপ্রিল কুষ্টিয়া ল্যাবে পরীক্ষার পর ১৯ টি নমুনার ফলাফল স্থগিত করা হয়। পরে ওই নমুনা পুনঃপরীক্ষা করে রাতে আইইডিসিআর থেকে ফলাফল ঘোষণা করা হয়। ১৯ টির মধ্যে একটি করোনা পজিটিভ আর.বাকিগুলো নেগেটিভ।
জানা গেছে, করোনা পজিটিভ আক্রান্ত ব্যক্তির বাড়ি সদর উপজেলার বাড়িবাকা গ্রামে। তিনি মেহেরপুর শহরের পলি.ফার্মেসিতে কর্মরত ছিলেন। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.অলোক কুমার দাসের ব্যক্তিগত সহকারী হিসেবে তিনি ওই ফার্মেসিতে কাজ করেন। সেখানে নিয়মিত রোগী দেখেন ডা. অলোক কুমার দাস। এ বিষয়ে সিভিল সার্জন আরো জানান, আক্রান্ত ওই ব্যক্তি কার কার সংস্পর্শে এসেছেন তাদের খোঁজ নিয়ে কোয়ারেন্টাইন করা হচ্ছে। তার বাড়িসহ আশেপাশের বাড়িগুলো লকডাউন ঘোষণা করতে জেলা প্রশাসনকে বলা
হয়েছে।