সেলিম রেজা ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ থানার ৭নং রায়ের গ্ৰাম ইউনিয়নে ঘোপ পাড়া ফাউন্ডেশনের উদ্যোগে ১মাসের ইফতারী সমগ্ৰী বিতরণ করেছে। গ্ৰামের বাইরে থাকা যুবকেরা মিলে এই ফাউন্ডেশন গঠন করেন। সেই ধারাবাহিকতায় আজ গ্ৰামের ২৬টা অসহায় দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ইফতারী সমগ্ৰী বিতরণ করেছে। তারা অতি গোপনে আজ রাতে দুই জন করে এক একটি পরিবার কে সেমাই চিনি তেল ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যে বিতরণ করেন। এসময় গ্ৰুপ থিয়েটার সাজ্জাদ হোসেন,জহিরুল, রানা, সাগর সহ ঘোপ পাড়া ফাউন্ডেশনের সবাই উপস্থিত ছিলেন। উল্লেখ্য এই ইফতারী সমগ্ৰী বিতরণ করার সময় কোন প্রকার তাদের সেলফি উঠাতে দেখা যায়নি। তারা বলেন আমরা কোনো সেলফি উঠাতে চাইনা , যতদিন করোনা ভাইরাস থাকবে ততদিন এই কার্যক্রম চালিয়ে যাবেন।