মেহেদী হাসান মিলন, কার্পাসডাঙ্গা অফিসঃ দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চাকুলিয়া গ্রামে সর্প দংশনে ৪র্থ শ্রেনীর এক ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ওই স্কুল ছাত্রের নাম মোঃ মুজাহিদ হোসেন(১০)। সে চাকুলিয়া গ্রামের মোঃ সাইফুল ইসলামের পুত্র। মুজাহিদ মুজিবনগর উপজেলার উপজেলার জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনির ছাত্র ছিলো বলে জনাগেছে। আজ বৃহস্পতিবার দাফনকার্য সম্পন্ন হয়েছে বলে জানাগেছে। জানাগেছে, বুধবার দিনগত রাতে নিজ ঘরে ঘুমে ছিলো। রাত ২ টার দিকে মুজাহিদকে সাপে দংশন করে। এসময় পরিবারের লোকজন বিষয়টি টের পেলে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে চাকুলিয়া কবরস্থানে মুসুল্লিদের উপস্থিতিতে মৃতব্যক্তির জানাযা শেষে দাফনকার্য় সম্পন্ন হয়েছে। মুজাহিদ মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে নানার বাড়িতে বসবাস করতো। বসবাসের সুবাধে সে জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করতো। করোনা ভাইরাসের কারনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারনে সে বাড়িতে এসেছিল।