ইয়াসিফ হোসেন কেডি নাটোর প্রতিনিধিঃ নাটোরে আত্মসমর্পণকারী চরমপন্থিদের মধ্যে প্রধান মন্ত্রীর তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার নাটোর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনে এই অনুদান বিতরণ উপলক্ষে এক অলোচনা সভার আয়োজন করা হয়। নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহার সভাপতিত্বে অনুদান বিতরণ অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক , নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, এনএস আই রাজশাহী বিভাগীয় প্রধান জহির উদ্দিন , অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসনে প্রমুখ।বক্তরা আত্মসমর্পণকারী প্রত্যককে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য ধন্যবাদ জানিয়ে ধৈর্য্য ও সহিষ্ণুতার সাথে দেশ গঠন মূলক কাজে মনোযোগী হওয়ার আহবান জানান। আলোচনা সভা শেষে আত্মসমর্পণকারী ২৩ জনের মধ্যে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে নগদ অনুদানের টাকা তুলে দেওয়া হয়।