জাগো দেশ,ডেস্কঃ আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের ৮ চিকিৎসকসহ ১৭ জন স্বাস্থ্যকর্মীর দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট ২৫ জন করোনা রোগী শনাক্ত হল। হাসপাতালের মোট ২৩ জনের নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া সদর হাসপাতাল ল্যাবে পাঠানো হয়। সোমবার রাতে ডাক্তারসহ মোট ১৭ জনের পজিটিভ রেজাল্ট আসে। আক্রান্ত ডাক্তার ও নার্সরা শরীরে করোনা নিয়েই হাসপাতালে দায়িত্ব পালন করে আসছিলেন।
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাদি জিয়া উদ্দিন আহমেদ ২৩ জনের মধ্যে ১৭ জন করোনা শনাক্তের বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, যাদের পজিটিভ এসেছে তাদের নমুনা পরীক্ষা করা হয় কুষ্টিয়া সরকারি হাসপাতাল ল্যাবে। এদের মধ্যে ৮ জন ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী রয়েছেন। তিনি আরো বলেন, সিভিল সার্জন স্যারের অনুমতি সাপেক্ষে স্বল্প পরিসরে হাসপাতাল খোলা রাখা হবে। শনাক্ত হওয়া প্রত্যকে আইসোলেশনে রয়েছেন। হাসপাতালের বাদ বাকিদের জরুরীভিত্তিতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী জানান, এখন পর্যন্ত আমি অফিসিয়ালি কোন নোটিশ পাইনি। পেরে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।