মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে মৎস্য আরডি মৎস্য চাষীদের মাঝে মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে। ২০১৯-২০ অর্থ বছরের ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি- সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)-এর আওতায় আরডি
চাষীদের মাঝে এসব উপরকরণ বিতরণ করা হয়। সোমবার (২৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে গাংনী উপজেলা মৎস্য অধিদপ্তর চত্বরে আনুষ্ঠানিকভাবে মৎস্য উপকরণ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপকরণ বিতরণ করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য
মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমান,মটমুড়া ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন গাংনী উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম (অতিঃ দাঃ)। এসময় বিভিন্ন এলাকার মৎস্য চাষীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।