বগুড়া প্রতিবেদকঃ বগুড়া সদরের গোকুল ইউনিয়নের রাম শহর মধ্যপাড়ায় মহিলার লাশ দাফনের পর স্বেচ্ছায় লকডাউনে থাকা ৬০টি পরিবারকে
খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। সোমবার দুপুরে খাদ্যসামগ্রী পৌঁছে দেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্সের সহসভাপতি মাফুজুল ইসলাম রাজ। খাদ্য সহায়তা হিসেবে চাল, আলু, ডাল ও
নগদ অর্থ দেওয়া হয়েছে। জানা গেছে, রামশহর মধ্যপাড়া গ্রামের আবুল হোসেনের পুত্র আব্দুল লতিফের শ্বাশুড়ী সদরে নামুজা ইউনিয়নের বড় টেংরা সরদার পাড়া গ্রামের মোয়াজ্জেমের স্ত্রী বুলি বেগম (৫৫) গত ২৫ এপ্রিল মৃত্যুবরণ করেন। করোনাভাইরাস সন্দেহে বড় টেংরা গ্রামের লোকজন তাকে সেখানে দাফন করতে বাধা দেওয়ায় লতিফ তার শ্বাশুড়ীকে বাড়িতে নিয়ে এসে দাফন করেন।
বগুড়া সিভিল সার্জন অফিস থেকে বুলি বেগমের নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। এ ঘটনায় লতিফের ও আশেপাশের বাড়ি এবং ইউপি সদস্য জাকির হোসেনের বাড়িসহ তারা ৫০টি বাড়ি স্বেচ্ছায় লকডাউন করেন।