মাগুরা প্রতিবেদকঃ মাগুরায় দরিদ্র কর্মহীনদের জন্য প্রথম দিনে খিচুড়ি,
মুরগীর মাংস ও খেজুর সমৃদ্ধ প্যাকেট দিয়ে এক টাকার ইফতার কর্মসূচি চালু করেছে ‘কোভিড-১৯ করোনা যোদ্ধা মাগুরা’ নামের একটি ফেসবুক গ্রুপ। আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে এ কর্মসূচির আনুষ্ঠানিক কার্মক্রম শুরু হয়েছে। প্রতিদিন মাগুরা পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ১০০ জনকে নিয়মিতভাবে এই ইফতার সামগ্রী
দেওয়া হবে। প্রথম দিনে দেওয়া ইফতারের মধ্যে রয়েছে খিচুড়ি, মুরগীর মাংস ও খেজুর। জানা গেছে, অসহায় ও দরিদ্র মানুষের কথা বিবেচনায় রেখে এ কার্যক্রম চালু করা হয়েছে। যা গোটা রমজান মাস ধরে অব্যাহত থাকবে। ফেসবুক গ্রুপে থাকা বন্ধুরাই এখানে অর্থায়ন করেছেন। বিষয়টির গুরুত্ব তুলে ধরে কয়েকদিন আগে মাগুরা কোভিড-১৯ করোনা যোদ্ধা মাগুরা শিরোনামের ওই ফেসবুক গ্রুপে আহবান জানানো হয়, যাতে অনেক ফেসবুক বন্ধু সাড়া দেওয়ায় এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এ কর্মসূচির সাথে সম্পৃক্তদের অন্যতম মীর মেহেদী হাসান রুবেল, ফারজানা, তামান্না, হ্যাপি খান, তারেক ও আসিফ হাসান শাকিল।