জোবায়ের ফরাজী,বাগেরহাট প্রতিনিধিঃ ১৯৫০ সালে মৎস সংরক্ষন আইনে প্রাকৃতিক উৎস হতে চিংড়ি রেনু-পোনা আহরন নিষিদ্ধ করা হয়েছে। প্রচলিত আইনকে অবজ্ঞা করে জেলেরা নদী থেকে চিংড়ি পোনা আহরনের দায়ে সেগুলো জব্দ করেছে রামপালের সন্ন্যাসী নৌ পুলিশ ক্যাম্পের সদস্যরা । সোমবার ভোররাতে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা এলাকা থেকে জেলেদের নিকট হইতে লক্ষাধিক অবৈধ চিংড়ি রেনু পোনা জব্দ করে পুনরায় পানগুছি নদীতে অবমুক্ত করা হয়।এসময় জাহাঙ্গীর খলিফা (৩৭) নামে এক জেলেকে আটক করা হয়েছে। আটককৃত জেলে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামের জব্বার খলিফার পুত্র। এ ব্যাপারে নৌ পুলিশের এসআই শহিদুল ইসলাম বলেন, তুষখালী নদীর চর এলাকায় সোমবার ভোরে অবৈধ রেনু পোনা সংগ্রহকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে প্রায় ১ লক্ষ রেনু পোনা জব্দ করা হয়। পরে, সহকারী কমিশনার (ভূমি) রঞ্জণ চন্দ্র দে ভ্রাম্যমান আদালত বসিয়ে এর সাথে জড়িত ব্যাক্তিকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।