ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বজ্রপাতে ইমন হোসেন
(১৭) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার নাটিমা পাখিতলা গ্রামের আক্তারুল ইসলামের ছেলে ও কুরিপোল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র।
প্রতিবেশি আলমগীর হোসেন জানান, আজ রবিবার দুপুরে গরুর জন্য ঘাস কাটতে স্থানীয় গ্রামের মাঠে যায় ইমন। এসময় আকস্মিক ভাবে বজ্রপাতে তার মৃত্যু হয়। মাঠে কৃষকরা টের পেয়ে তার মৃতদেহ উদ্ধার করে।