দিদারুল ইসলাম রাসেল,ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয় “রোটার্যাক্ট ক্লাব অফ ইসলামিক ইউনিভার্সিটি ” এর ২০২০-২১ রোটাবর্ষের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।এ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের রোটা.রায়হান বাদশা রিপন এবং ভোটারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের রোটা. ইবনুর রহমান তুহিন। গত বৃহস্পতিবার (২৩ শে এপ্রিল) সকাল ১০ টা থেকে দুপুর ১২ পর্যন্ত অনলাইনের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন রোটা.ইমরান এবং সহকারী নির্বাচন কমিশনার ছিলেন রোটা.শারমিন আক্তার ও রোটা.আখতার হোসেন আজাদ।নির্বাচন পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন রোটা.মোরশেদ হাবিব। প্রধান নির্বাচন কমিশনারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়,নব নির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক পরামর্শক্রমে পূনাঙ্গ কমিটি গঠন করবেন এবং আগামী পহেলা জুলাই নতুন দায়িত্ব গ্রহণ করবেন। উল্লেখ্য,এ সংগঠনটি ১৯৯২ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে।