সাদেকুল ইসলাম সুবেল বিরল(দিনাজপুর) প্রতিনিধি. দিনাজপুরের বিরল উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নের মৃত আবুল কাশেম এর পুত্র জুবায়ের রহমান সবুজ ও আব্দুল মজিদ মাষ্টার এর পুত্র মিনহাজ রহমান মিম সাউথ আফ্রিকার প্রবাসী ২ জনের প্রেরিত অর্থায়নে শুক্রবার সকালে ৮নং ধর্মপুর ইউ,পি’র মহামারী করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন ও হতদরিদ্র ৩০০ পরিবারের মাঝে ৫ কেজি চাল ও ৫ কেজি আটার একটি করে পেকেট বিতরণ করা হয়। এসময় সাউথ আফ্রিকার ২জন প্রবাসীদের পক্ষে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন, বিরল উপজেলার ৮ নং ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ (মাষ্টার) ও বিরল উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাবুল আকতার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সাউথ আফ্রিকার প্রবাসি মো. জুবায়ের রহমান সবুজ +880 1595-656347 এই নাম্বার থেকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁদের দুইজনের পাঠানো অর্থে এ খাদ্যসামগ্রী কর্মহীন অসহায় দুস্থ পরিবারের মাঝে বিতরন করা হয়। তিনি আরো বলেন, এই মহামারী পরিস্থিতিতে পর্যায়ক্রমে তাদের ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে। বিশ্ব মহামারী করোনা ভাইরাস জনিত এই পরিস্থিতিতে প্রবাসে থাকা স্থানীয় ছেলেদের উদারতার সাথে মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দেয়ায় সাধুবাদ জানিয়েছে স্থানীয় মহলের অনেকে।