আশানুর রহমান, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে নতুন করে আরও ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৩১৭ জনে দাঁড়িয়েছে।
আক্রান্তদের মধ্যে ডাক্তার, নার্স,স্বাস্থ্যকর্মী, পুলিশ,সাংবাদিক ও সহকারী কমিশনার রয়েছেন। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ
হাসপাতাল এবং কাপাসিয়ার একটি প্রাইভেট হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসা কার্য্ক্রম শুরু হয়েছে। গাজীপুরের সিভিল সার্জন মো. খাইরুজ্জামান জানান, ১৯ ও ২০ এপ্রিল পাঠানো নমুনা পরীক্ষার পর রোগতত্ত্ব, রোগ
নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে রিপোর্ট আসলে ৪৮ জন নতুন করে করোনা পজেটিভ বলে জানা যায়। তিনি আরো জানান, নতুন আক্রান্ত ৪৮ জনের মধ্যে সর্বাধিক মহানগরসহ সদর উপজেলায় ২৪ জন, কালীগঞ্জে ১৪ জন, শ্রীপুরে ৬ জন এবং কালিয়াকৈরে ৪ জন রয়েছেন। ২১ এপ্রিল পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী নতুন করে আক্রান্তসহ ৩১৭ জনের মধ্যে সর্বাধিক মহানগরসহ সদর উপজেলায় ১০৯ জন, কালীগঞ্জে ৮৯ জন, কাপাসিয়া ৭০, কালিয়াকৈরে ২৯ জন এবং শ্রীপুরে ২০ জন শনাক্ত হয়েছে। এছাড়াও দুইজন মারা গেছেন।