মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের মারা যাওয়া সেই ব্যক্তির করোনাভাইরাস পজেটিভ ছিল। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসিরউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে এ ঘটনায় জেলা করোনাভাইরাস নিয়ন্ত্রণ কমিটির সিদ্ধান্তে মুজিবনগর উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন বলেন, বুধবার দুপুরে মেহেরপুর জেনারেল হাসপাতালে মুজিবনগর
উপজেলার ভবেরপাড়া গ্রামের ওই ব্যক্তি সর্দি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা যান। ওই ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে পাঠানো হয়। রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ বলে নিশ্চিত হয়েছি। ওই ব্যক্তির সংস্পর্শে আসা পরিবারের লোকজন, চিকিৎসক, নার্সসহ অন্যান্য সবার তালিকা করে হোম কোয়ারেন্টাইন করা হচ্ছে।