হাফিজুর রহমান,জাগো দেশ,প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলাম এর নির্দেশে। চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খানের নেতৃত্ব। গতকাল মঙ্গলবার আনুমানিক সাড়ে ৯ টার সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এসআই(নিঃ)/ মোঃ জসিম উদ্দিন, এসআই(নিঃ)/ মোঃ মুহিতুর রহমানসহ চৌকস পুলিশের একটি টিম মাদক অভিযান পরিচালনা করেন। এ সময় চুয়াডাঙ্গা সদর থানাধীন গোপিনাথপুর গ্রামস্থ জনৈক হাবিবুর রহমান এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামি মোঃ সাকিব(২২), পিতা- ফরজ আলী এবং শরিফুল হক ডালিম(৩৮), পিতা- মৃত লালন মন্ডল কে আটক করেন। সেই সময় তাদের কাছে থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ আসামীদ্বয় গাঁজা এর দায়-দায়িত্ব স্বীকার করেন এবং ঘটনায় জড়িত পলাতক আসামীদ্বয়ের নাম ঠিকানা প্রকাশ করে। উভয় হানুড়বাড়াদি গ্রামের ছেলে থানা ও জেলা চুয়াডাঙ্গা।আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে।