বাড়াদী প্রতিনিধিঃ আলমাডাঙ্গার এনায়েতপুরে মারামারিতে ৬ জন গুরুতর আহত হয়েছে। জানা গেছে গতকাল ২০ এপ্রিল সোমবার সকাল ১০ টার দিকে এনায়েতপুর পশ্চিম পাড়ার মৃত কিতাব আলির ছেলে খবির ও খাইরুলের সাথে মৃত আফসারের ছেলে ওমর ইসলামের সাথে বাড়ির পাশে সজিনা গাছের ডাল লাগানো নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়। এর এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে আত্বরক্ষার্থে ওমর ইসলামের পরিবার মাঝের পাড়ায় দৌড়ে পালিয়ে যায়। এ সময় দু পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হলে মোজাম মালিতার ছেলে শিপন(৩৫), আব্দুল হামিদের ছেলে পিন্টু(৪০), মৃত কিতাব আলির ছেলে খবির উদ্দীন ও খাইরুল ইসলাম, মৃত ইয়াকুবের ছেলে লিজন এবং কুদ্দুস মালিথার ছেলে বদর আলি মিলে এ সময় একই পাড়ার মৃত আফসার আলির ছেলে ওমর ইসলাম(৬০) ও আশাদুল মিয়া (৪০) এবং ওমর ইসলামের দুই ছেলে আসলাম(৩০) ও বারেক(২৫) কে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। ঘটনা স্থলেই তারা মারাত্মক যখম হয় এ সময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে আলমাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদী হাসপাতালে ভর্তি করে।
সেই সাথে পতিপক্ষের হামলায় লিজন ও খোদন গুরুতর আহত হলে তাদেরকেও হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে ভর্তির কয়েক ঘন্টার মাথায় বেলা ১২ টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয় ৩ জনকে । এ দিকে দুপরেই ঘটনাস্থল পরিদর্শনে আসেন আলমাডাঙ্গা থানা পুলিশ। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছিলো বলে জানা গেছে।