নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কাশিপুর গ্রাম থেকে ১৯ এপ্রিল রবিবার দিবাগত রাতের কোন এক সময় বাড়ীর গেট ভেঙ্গে ব্যাটারী চালিত ইজিবাইক চুরির ঘটনা ঘটেছে। চুরি যাওয়া ইজিবাইকটির মালিক মোঃ ইয়াছিন কুলতলা কাশিপুর গ্রামের শহিদুলের ছেলে। চুরি হওয়া ইজিবাইটি ২৪ ঘন্টা পার হয়ে গেছে এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। এদিকে ইজিবাইটি হারিয়ে অসহায় পারিবারটি দিশেহারা হয়ে পড়েছে। বারবার ধর্ণা দিচ্ছে পুলিশের কাছে। জীবননগর থানায় জিডি করেও কোন প্রতিকার পাচ্ছেনা পরিবারটি।