মোঃ আব্দুল মালেক, রাণীনগরে (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে নারায়ণগঞ্জ থেকে ফেরত এক যুবকের করোনা ভাইরাসের পজেটিভ প্রতিবেদন এসেছে বলে নিশ্চিত করেছে সিভিল সার্জন। বিষয়টি রবিবার রাতে হাতে পান নওগাঁর সিভিল সার্জন। বিষয়টি নিশ্চিত করতে আবারও তার নমুন সংগ্রহ করা হয়েছে।৯এপ্রিল থেকেই তিনি হোম কোয়ারাইটিনে রয়েছেন। নওগাঁর সিভিল সার্জন ডা: আ. ম. আখতারুজ্জামান জানান, নারায়ণগঞ্জ থেকে ফেরত ওই যুবক ৯এপ্রিল বলরামচক গ্রামের বাড়ি আসেন। এরপর তিনি ঘরের মধ্যে থাকলেও পরে স্থানীয়রা প্রশাসনকে জানালে ১৬এপ্রিল মাজেদুল ইসলামের নমুনা সংগ্রহ করা হয়। পরদিন ১৭এপ্রিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পাঠানো হয়। রবিবার রাতে সে করোনা ভাইরাসে আক্রান্ত বলে প্রতিবেদন পাওয়া গেছে। তিনি আরো জানান, বিষয়টি আরো নিশ্চিত হতে রাত ১০টার দিকে আবারও তার নমুন সংগ্রহ করা এবং স্থানীয় প্রশাসন দিয়ে তার বাড়ি পুরোপুরি লকডাউন করা হয়েছে। নওগাঁয় এই প্রথম কোন ব্যক্তির করোনার পজিটিভ এলো বলে সিভিল সার্জন নিশ্চিত করেছেন।