নিজস্ব প্রতিবেদক:- আজ ২০ এপ্রিল কুষ্টিয়া রাজারহাটে গরীব অসহায় দুস্থ পরিবারের মাঝে নিজ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন করলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর ৯ নং ওয়ার্ডের কমিশনার নাসির উদ্দিন। মহামারি করোনা ভাইরাসের কারনে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়ায় এক শ্রেণীর মধ্যবিত্ত ও গরীব পরিবার যারা মানবেতর জীবন যাপন করছে তাদের খাদ্য সামগ্রী বিতরন করে পাশে দারাচ্ছেন তিনি। বিপজ্জনক করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে সেভ হোম কোয়ারেন্টিন এ থাকা অত্যন্ত জরুরী আর এই সেভ হোম কোয়ারেন্টিনে থেকে অনেক গরীব এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ কর্মহীনতায় পরে খুব অভাব অনটনের মধ্যে না খেয়ে দিন পার করছে তাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মোঃ মহিন উদ্দিন মিয়াজী সাবেক ছাত্রলীগ নেতা কুষ্টিয়া জেলা শাখা, রইচ উদ্দিন আহম্মেদ সাধারন সম্পাদক ৯ নং ওয়ার্ড আওয়ামী, মোঃ সাবান আলী, মোঃ সোনাই হোসেন,মোঃ হালিম হোসেন প্রমুখসহ আরো অনেকেই।