গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জ সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় এক
অ্যাম্বুলেন্সচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
সোমবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ ঘটনা
ঘটে। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে সাতক্ষীরা যাচ্ছিল। বিজয়পাশা এলাকায় গোপালগঞ্জ থেকে ঢাকাগামী ট্রাকের ধাক্কায় অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকসহ তিনজন আহত হন। ওসি আরো জানান, আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিস। পরে অ্যাম্বুলেন্সচালককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিদের ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।