মেহেরপুরে বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দিচ্ছেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। ছবি: জাগো দেশ
মেহেরপুর প্রতিনিধিঃ ঘরে থাকা কর্মহীন মানুষের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী
পৌঁছে দিচ্ছেন মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন। সরকারি বরাদ্দের চাল না পেলেও তিনি নিজের, পৌর পরিষদ ও পৌর এলাকার কিছু বিত্তবানদের সহযোগিতায় পৌর এলাকার কর্মহীন মানুষের কাছে এ ত্রাণ সামগ্রী
পৌঁছে দিচ্ছেন। এসময় পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, পৌর এলাকায় কেউ না খেয়ে থাকবে না। পৌরসভা সকল অসহায় কর্মহীন মানুষের পাশে থাকব। এসময় পৌর পরিষদের কাউন্সিলরগণ, কর্মচারীরা উপস্থিত ছিলেন।
তিনি আক্ষেপ করে বলেন, পাশের জেলার পৌরসভাগুলো সরকারি অনেক ত্রাণ সামগ্রী পেলেও আমাদের পৌরসভায় এখনো কোনো সরকারি বরাদ্দ দেওয়া হয়নি। এ ব্যাপারে জেলা প্রশাসক মো. আতাউল গনি বলেন, মেহেরপুর পৌরসভায় এক হাজার জনের খাদ্য সামগ্রী বরাদ্দ দেওয়ার জন্য তালিকা চাওয়া হয়েছে। কাউন্সিলরার তালিকা তৈরি করে মেয়রের মাধ্যমে ইউএনও’র কাছে পৌঁছালে আমরা প্রশাসনের পক্ষ থেকে ওই সকল বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দেবো।