জাগো দেশ, প্রতিবেদকঃ গতকাল বিকালে চুয়াডাঙ্গা জেলা দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নে বিষ্ণুপুর গ্রামে শায়েখ মিজানুর রহমান আজহারী সাহেবের সার্বিক তত্ত্বাবধানে রমজান ফুড প্যাক প্রজেক্ট অনুযায়ী বিষ্ণুপুর গ্রামে চুয়াডাঙ্গা জেলা কো-কোঅর্ডিনেটর শেখ সাগরের ম্যাধমে ৫৩ হাজার টাকার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গরীব অসহায় প্রতি পরিবারে দেওয়া হয়েছে চাউল ৫ কেজি,সয়াবিন তৈল ২লিটার,মুশুর ডাল ২ কেজি,ছোলা ১ কেজি,চিনি ১ কেজি ,আলু ২ কেজি,লবন ১ কেজি,খেজুর ৫০০ গ্রাম,মুড়ি ৫০০গ্রাম,ডেটল সাবান ২ টি,০২ কেজি পেঁয়াজ।এই কাজে সহযোগীতায় ছিলেন বিষ্ণুপুর সচেতন মহলের সিনিয়র ভাইয়েরা ও মোহাম্মদ শিলন,মোহাম্মদ সাকি,মোহাম্মদ গিয়াস উদ্দিন আরো অনেকে।