মেহেরপুর প্রতিনিধিঃ করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির জন্য মেহেরপুর জেলা প্রশাসন, সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশ অভিযান চালিয়েছে।
শনিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসন ও সেনাবাহিনীর উদ্যোগে মেহেরপুর কোট রোড় থেকে শুরু করে শহরের হোটেল বাজার মোড়ে
অভিযান চালানো হয়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা রাস্তায় অযথা ঘোরাফেরাকারীদের বাইরে বের না হওয়ার জন্য সতর্ক করেন। বগুড়া সেনানিবাসে ৪০ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের মেজর শাহরিয়ার, মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাকিবুল ইসলাম,
ক্যাপ্টেন নাসির উদ্দিনসহ সেনাবাহিনীর সদস্যরা জনসচেতনতামূলক এ কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। এদিকে মেহেরপুর জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে
মেহেরপুরের শহরের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে।
টি এস আই মকবুল হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় এ টি এস আই আব্দুস সাত্তারসহ মেহেরপুর ট্রাফিক পুলিশের সদস্যরা মেহেরপুর শহরের
হোটেল বাজার মোড়ে থেকে শুরু করে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচারণা চা