নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জের শাল্লা উপজেলার নারায়ণপুর গ্রামে বজ্রপাতে শংকর দাস নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশ জানায়, শনিবার (১৮ এপ্রিল) সকালে নারায়ণপুর গ্রামের শংকর দাস বাড়ি থেকে পার্শ্ববর্তী সাসখাই বাজারে যাওয়ার সময় রাস্তায় বজ্রপাতে তিনি মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্থান্তর করেছে। শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।