বান্দরবান রোয়াংছড়ি প্রতিনিধি আবুবকর ছিদ্দীক: আজ বিকাল ৩টায় জননেতা বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয়ের নির্দেশনায়, বান্দরবান পরিবারের তত্ত্বাবধানে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট অচলঅবস্তায় জীবিকা শূন্য
হয়ে পড়া,মূলত অচল বা তিব্র খাদ্য সংকটে পড়া দরিদ্র,নিন্মবিত্ত ও নিন্মমধ্যবিত্ত পরিবারের তথ্য সংগ্রহ পূর্বক খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।।।এ পর্যন্ত বান্দরবানে পৌরসভার ৯টি ওয়ার্ড ও বান্দরবান সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ৫০০শত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
আরও ১০০০ পরিবারের মধ্যে খাদ্যশস্য বিতরন করা হবে জানায় বান্দরবান পরিবার।খাদ্যশস্য বিতরনের ধারাবাহিকতায় আজ বান্দরবান সদর উপজেলার চড়ুই পাড়া, থুইংগ্যা পাড়া ও মুসলিম পাড়ায় প্রায়ই ১০০শত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে।রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের চাইংগ্যা.এলাকায় প্রায়ই ৩০টি দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী দেওয়া হয়।।
খাদ্যসামগ্রী বিতরনের সময় উপস্হিত ছিলেন বান্দরবান অন্যতম সমন্বয়ক তৌহিদুর রহমান চৌধুর (রাশেদ)।বান্দরবান পরিবারের পক্ষে আরও উপস্হিত ছিলেন বিটু দাশ,সবুজ বড়ুয়া,রাহুল দাশ,বাবলু বড়ুয়া ও টিপু দাশ। এ সময় রাশেদ চৌধুরী বলেন,”আর্তমানবেতার সেবায় বান্দরবান পরিবার সর্বদা নিয়োজিত বান্দরবানে পরিবার সবসময় অসহায় মানুষের জন্য কাজ করে যাবে।।কোভিড-১৯ ভাইরাসের কারনে করোনার কবলে আজ বাংলাদেশ সহ সারা
বিশ্ব অচলাবস্থা।।দেশের এ সংকটময় অবস্হায় আমাদের সবাইকে নিজ নিজ অবস্হান থেকে আশেপাশের দরিদ্র, নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষদের সাহায্যার্থে হাত বাড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানান। এ সময় সকলকে ঘরে থাকার ও
সরকারি নির্দেশনা মেনে চলার জন্য বলেন।।”