জোবায়ের ফরাজী,বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়েছে। খুলনা মেডিকেল কলেজের পিসিআর পরীক্ষাগারে পরীক্ষার পর মঙ্গলবার সন্ধ্যায় প্রাথমিকভাবে এ তথ্য জানা যায়।তবে, বুধবার দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির আনুষ্ঠিকভাবে জেলায় করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন। করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলা সদরের পাটরপাড়া গ্রামে। ওই ব্যক্তির বয়স ৩৪ বছর। জানা যায়, শনাক্ত হওয়া ওই ব্যক্তি ফরিদপুরের একটি মসজিদে মুয়াজ্জিনের দায়িক্ত পালন করতেন। গত ৪ থেকে ৫ দিন আগে তিনি চিতলমারীতে এসেছেন। তার খুসখুসে কাসির উপসর্গ থাকায় করোনা পরীক্ষ করা হয়।