আব্দুল লতিফ,পাবনা প্রতিনিধিঃ পাবনার সুজানগর উপজেলায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাই হৃদয় হোসেন (১৮) এর। সোমবার (১৩ এপ্রিল)
বেলা সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর পলাতক রয়েছে বড় ভাই রবিউল ইসলাম। নিহত হৃদয় উপজেলার মানিকহাট ইউনিয়নের চরগজারিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বদরুদ্দোজা জানান, বড় ভাই রবিউল তার ঘরে উচ্চস্বরে টেলিভশন চালাচ্ছিল। আর ছোট ভাই হৃদয় তার ঘরে উচ্চস্বরে সাউন্ডবক্স বাজাচ্ছিল। এ নিয়ে সোমবার দুপুরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাই রবিউল ছোট ভাই হৃদয়কে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে গিয়ে নিহতের লাশ ও একটি রক্তাক্ত ছুরি উদ্ধার করা করে। ঘটনার পর বড় রবিউল পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা যায়নি। মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।