নিজস্ব প্রতিবেদকঃ দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে দূরত্ব বজায় রাখতে বলায় আহসান হাবীব (৪২) নামে এক যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ। আহত আহসান হাবীব দামুড়হুদা উপজেলা চিৎলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০ টার দিকে ঠাকুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রামবাসী সূত্রে জানা যায় দামুড়হুদা উপজেলা কুড়ুলগাছি ইউনিয়নের ঠাকুরপুর গ্রামের নুরুল ইসলাম এর ছেলে আহসান হাবীব( ৪০)। ব্যক্তিগত কাজে কার্পাসডাঙ্গায় যাওয়ার সময় পথিমধ্যে রাস্তায় এলাকার কিছু ছেলে পিলে আড্ডা দিতেছিল আহসান হাবীব এ সময় তিনি তাদেরকে দুরত্ব বজায় রেখে চলতে বলে এমন কথা বলাতে, নজরুল এর ছেলে আজিজুল বলে তুই আমার ছেলেকে উপদেশ দিবারকে, এবং অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে আহসান হাবীব প্রতিবাদ করায়, মৃত দাউত মোল্লার ছেলে নজরুল, ও আজিজুল এলোপাতাড়ী ভাবে কিল ঘুষি দেশীয় অস্ত্র রড় হাতুড়ি দিয়ে ৪/৫ জন মিলে মারপিট করতে থাকে এবং আজিজুল খুন করার উদ্দেশ্যে মাথায় আঘাত করে উক্ত আঘাতে আহসান হাবীব বাম হাত দিয়া ঠেকানোর চেষ্টা করেলে দেশীয় অস্ত্রের আঘাতে মাথা কেটে যায়। আহসান হাবীবের চিৎকার করতে করতে সে অজ্ঞাত হয়ে পড়লে আশে পাশে থাকা স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা চিৎলা হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় আহসান হাবীব বাদি হয়ে দর্শনা থানায় একটি মামলার অভিযোগ দায়ের করেছে। দর্শনা থানার মামলার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনর্চাজ (ওসি) মাহবুব রহমান বলেন, অভিযোগ পেয়েছি ব্যবস্থা নেয়া হচ্ছে।