লাইফ স্টাইস,সাংবাদিক এম এ জলিল,কার্পাসডাঙ্গা অফিসঃ আদিম কাল থেকে মানব সভ্যতার বিকাশ হতে হতে এ পর্যন্ত মানুষ সভ্যতার চরম শিখরে পৌছে গেছে শিক্ষা- দীক্ষা জ্ঞান -বিজ্ঞানে। জ্বল -স্থল আকাশ সবখানেই আমাদের পদার্পন করিয়াছে এই বিজ্ঞানের আর্শিবাদে আমরা জ্বল -স্থল আকাশ সবখানেই দাপিয়ে বেড়িয়েছি ধ্বংশ করেছি মানবতা. নিজেকে সুপার পওয়ার হিসেবে জাহেরী করেছি এই পৃথিবীতে। শুধু নিজেকে এই পৃৃথিবীতে সুপার পাওয়ার হিসেবে উপস্থাপন করারজন্য পুরো পৃথিবীটাকে সম্রাজ্য বানাতে দ্বিধাবোদ করিনি। বিজ্ঞানের আশির্বাদে পৃথিবীর ৫ পরাশক্তি অপশক্তি হিসাবে পুরাবিশ্বের ঘাড়ে চেপে জিম্মী করে রেখেছে। যারাই তাদের বাহিরে গেছে যে রাষ্ট্র তাদের বশ্যতা শিকার করতে আপত্তি করেছে তাদের কখনো তলেবান কখনো আল -কাইদা আবার কখনো বা উগ্রপন্থি বলে তাদের ঘাড়ে যুদ্ধ চাপিয়ে দিয়ে বারুদের আঘাতে ক্ষত- বিক্ষত করে রক্তাত্ত করেছে সে দেশের জন পদ। পৃথিবীর সুপারপাওয়ার আমেরিকা মধ্যপ্রাচ্যের মানব সভ্যতাকে ধবংস করে দিয়েছে অত্যান্ত দুঃখের বিষয় এদের হাত থেকে নারী ও শিশুরা রেহায় পাইনি। চরম ভাবে মানব অধিকার লঙ্ঘন করে বীর দর্পে বিশ্ববাসির ঘাড়ের উপর ছড়ি ঘুরিয়েছেবিপন্ন করেছে বিশ্বমানবতা। অথছ করোনা ভাইরাস যাহা খালি চোখে দেখা যায়না তার আঘাত ৫ পরাশক্তির মধ্যে কেউই মোকাবেলা করতে পারছেনা। সুপার পওয়ার আমেরিকা করোনায় আক্রান্ত হয়ে যুবুথুবু হয়ে পড়েছে। তবে আপনারা লক্ষ করে দেখবেন করোনায় আক্রান্ত বিপন্ন মানুষের পাশে দাড়িয়ে নিজের জীবনকে বাজি রেখে ডাক্তার, নার্স, সেনাবাহিনী,বিজিবি,পুলিশদিন রাত সেবা দিয়ে যাচ্ছে আবার ক্ষুধার্ত মানুষের মুখে দুমুঠো ”’আহার তুলে দেওয়ার জন্য বিনা স্বার্থে দিন রাত কাজ করে যাচ্ছে রিলিফ কর্মিরা সঠিক তথ্য মানুষের কাছে পৌছে দেওয়ার জন্য জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছে সাংবাদিক কর্মিরা এ যেন এক অদৃষ্য শক্তি। সকল ভেদাভেদ ভুলে মানুষমানুষের পাশে দাড়িয়ে বিপন্ন মানুষের সেবা করার জন্য প্রেরনা জুগিয়ে যাচ্ছে। মানবতার জয় হোক।