চট্টগ্রাম প্রতিনিধিঃ কর্মস্থলে যাওয়ার পথে দৈনিক যুগান্তর চট্টগ্রাম ব্যুরো
অফিসের স্টাফ রিপোর্টার মো. নাসির উদ্দিন রকিকে এক পুলিশ সদস্য মারধর ও লাঠিচার্জ করেছেন। শুক্রবার বেলা ১১টায় হাটহাজারীর চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন কলেজের সামনে এ ঘটনা ঘটে। ছোট ভাই নগরীর এপিক হেলথ কেয়ারের স্বাস্থ্যকর্মী সাইফুদ্দিনকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি থেকে কর্মস্থলে ফিরছিলেন রকি। এ সময় দু’জনের গলায় আইডিকার্ড ঝুলানো ছিল। পথে কুয়াইশ এলাকায় পৌঁছলে পুলিশ কনস্টেবল জাহাঙ্গীর অতর্কিত তাদের ওপর হামলা চালান। লকডাউনের মধ্যেও কেন ঘর
থেকে বের হয়েছে বলেই পেটাতে থাকেন। এ সময় ওই স্থানের দায়িত্বে থাকা এএসআই মামুন এগিয়ে এসে তাকে নিবৃত্ত করেন। অভিযোগ পাওয়ার পর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা তদন্ত করে ঘটনার সত্যতা পান এবং কনস্টেবল
জাহাঙ্গীরকে প্রত্যাহার করেন। তিনি হাটহাজারী থানার মদুনাঘাট তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। ঘটনা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক উল্লেখ করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদ্দৌলা রেজা। তিনি জানান, কনস্টেবল জাহাঙ্গীরকে প্রত্যাহার করা হয়েছে এবং পরে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।