চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, অন্য জেলার সাথে এ জেলার প্রবেশ পথগুলোতে পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে। কেউ জেলায় ঢুকতে বা বের হতে গেলে পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। সদুত্তোর পেলে অনুমতি
দেয়া হচ্ছে। তবে জরুরি পণ্য ও সেবাদানকারী প্রতিষ্ঠান এসব নিষেধাজ্ঞার বাইরে। এদিকে সঙ্গ নিরোধ আইন না মানায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে প্রশাসনের বিভিন্ন দল। এছাড়া করোনাভাইরাস ইস্যুতে জনসচেতনতায় জেলা প্রশাসনের সাথে কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা।