মেহেদী হাসান মিলন, কার্পাসডাঙ্গা অফিসঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার নাটুদাহ চন্দ্রবাস গ্রামে দীর্ঘদিন ধরে পুরো গ্রামের লোকজন গ্রামের বড় মসজিদ খ্যাত মসজিদে জুম্মার নামায আদায় করে আসছে।চন্দ্রবাস বাজারের কাছে অবস্থিত মসজিদকে জুম্মার নামায করানোর জন্য একটি মহল হঠাৎ করে তৎপর হয়ে উঠে।তাদের দাবী এত বড় গ্রাম এত লোকজন একটি মসজিদে ধরেনা তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এই মসজিদকে জুম্মা নামাযের জন্য অনুমতি দেওয়া হবে।বিষয়টি নিয়ে গত বুধবার বাজার মসজিদের মুয়াজ্জিন জরিপ দিল্লির ছেলে দুরু দিল্লি হঠাৎ করে অনেক লোকজনের সাথে অসাদাচারন করেন। যা নিয়ে এলাকায় সমালোচনার ঝড় উঠে। এ বিষয়ে দুরু দিল্লির সাথে কথা বললে তিনি বিষয়টি অস্বীকার করেন।তবে নাম না প্রকাশ করার শর্তে অনেকে বলেন গ্রামের ৯৮ ভাগ মানুষ বড় মসজিদেই জুম্মার নামায হবে এটার পক্ষে। তবে গুটিকয়েক ব্যাক্তি নিজেদের ফায়দা লুটতে গ্রামে একটি বিভেদ সৃষ্টির পাঁয়তারা করছে বলে জানিয়েছেন।তারা আরো বলেন বিএনপি জামায়াতের গুটি কয়েক পাতি নেতা এর সাথে জড়িত।এ জন্য কোন অঘটন ঘটলে পুরো দায়িত্বও তাঁদের নিতে হবে বলে জানান তারা।বিষয়টির প্রতি গুরুত্ব দিয়ে যথাযথ ব্যাবস্থা নিতে চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জাহিদুল ইসলামের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী সহ সচেতন মহল