নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে দুইটি ভারতীয় গরু উদ্ধার করেছে। শনিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে পরিক্ত্যত এ গরু উদ্ধার করে বিজিবি।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির পিএসসি পরিচালক অধিনায়ক সাজ্জাদ সরোয়ার জানান, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার অন্তর্গত চাকুলিয়া সীমান্তের মেইন পিলার ৮৮ থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাকুলিয়া মাঠ নামক স্থান গরু দুটি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান,উদ্ধারকৃত গরু দুটি দর্শনা কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।