রবিবার, ০৪ জুন ২০২৩, ১২:০৬ পূর্বাহ্ন
চুয়াডাঙ্গায় চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ৬ চুয়াডাঙ্গা থেকে চুরি হওয়া মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ও সোমবার যশোর এবং মাগুরায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, চুয়াডাঙ্গা জেলা শহরের হাসপাতাল সড়ক থেকে ২৬ মার্চ দুপুরে আব্দুল ওয়াকিল নামের একজনের পালসার মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় আব্দুল ওয়াকিল ৩ এপ্রিল (রোববার) সদর থানায় একটি মামলা করেন। সদর থানার পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত শুরু করে। ওই দিন রাতেই যশোর কোতায়ালী থানার চাঁদপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে আল আমিন নামে একজনকে গ্রেফতার করে এবং তার হেফাজত থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আল আমিনের দেয়া তথ্যের ভিত্তিতে যশোর থেকে জুয়েল রানা ও আবু হানিফ হাওলাদারকে গ্রেফতার করা হয়। চোরচক্র চোরাই মোটরসাইকেল মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার মাইজপাড়া গ্রামের সেলিম মোল্লার কাছে বিক্রি করে বলে জানালে তাকেও গ্রেফতার করা হয়। সেলিমের দেয়া তথ্যে মাগুরা থেকে কামরুজ্জামান আরমান ও জুনায়েদ হোসেনকে গ্রেফতার করা হয়। মাগুরা থেকে পুলিশ দু’টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে। তিনি আরো বলেন, এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা পুলিশ তা খুঁজে বের করছে
চুয়াডাঙ্গায় কৃষকের উৎপাদিত সবজি-ফল যাচ্ছে জেলার বাইরে
চুয়াডাঙ্গায় কৃষকের উৎপাদিত সবজি-ফল যাচ্ছে জেলার বাইরে